October 2, 2025
ঢাকা: বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সমস্যা নিয়ে উসকানিমূলক খবর প্রকাশ করা বার্মা টাইমস ডটনেট অনলাইন পত্রিকাটি বন্ধ করে দিয়েছে হোস্টিং কর্তৃপক্ষ। গতকাল সোমবার থেকে এ পত্রিকার বিভিন্ন প্রতিবেদন নিয়ে বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার পর মঙ্গলবার দুপুরে পত্রিকাটির বাংলাদেশি হোস্টিং প্রতিষ্ঠান http://99softltd.net/ এর প্রকাশনা বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে জানতে হোস্টিং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইয়্যেদা সাবরিনা রেজা ন্যান্সিকে ফোন করা হলে তিনি তার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (সিইও) মারুফ হাসানকে ফোনটি ধরিয়ে দেন। মারুফ হাসান বলেন, ‘বাংলাদেশি গ্রাফিক্স ডিজাইনার ও প্রোগ্রামার শাকিল আহমেদ বার্মা টাইমস ডোমেইনটির হোস্টিং করেন। আমার জানা মতে, এটি তার আউট সোর্সিং কাজ। সম্প্রতি পত্রিকাটি রং নিউজ এবং আমাদের রুলস রেগুলেশন ভায়োলেশন করার কারণে আমরা সাসপেন্ড করে দিয়েছি। আমরা আমেরিকান হোস্টিং কোম্পানি হোস্টগেটর ইউএসএর সঙ্গে কাজ করি। তাদের রুলস রেগুলেশন অনুযায়ীও পত্রিকাটি ভায়োলেশন করেছে। আমরা অনলাইনেই হোস্টিং সেল করি।’ তিনি আরো জানান, তাদের অফিসটি হাতিলপুলে ইন্টার্ন প্লাজার বিপরীতে নাহার প্লাজায়। তাদের হোস্টিংয়ে দেড়শ থেকে দুইশ প্রতিষ্ঠান রয়েছে।