পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাড়ছে মোবাইল সেটের দাম

Posted on June 5, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

MOBILEপ্রতিবেদক : নতুন অর্থবছরের বাজেটে আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব হওয়ায় মোবাইল ফোন হ্যান্ডসেটের দাম বাড়তে যাচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশীয় শিল্পের বিকাশে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। “দেশে কিছু কোম্পানি উন্নত মানের মোবাইল ফোন সংযোজন করছে। তাদের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূসক দিতে হচ্ছে। অথচ আমদানি পর্যায়ে মোবাইল ফোনে শুধু ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য আছে।” “এর ফলে দেশীয় সংযোজন কোম্পানিগুলো অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে,” বলে মোবাইল ফোন সেটের আমদানি পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করেন তিনি। বৃহস্পতিবার উত্থাপিত এই বাজেট নিয়ে আলোচনার পর আগামী ২৯ জুন তা পাস হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud