পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বান্দরবান সীমান্তে বিজিবি-বিজিপি গুলিবিনিময়

Posted on May 30, 2014 | in জাতীয় | by

GDHSবান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে গুলিবিনিময় চলছে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির পাইনছড়ি ৫২ নং সীমান্ত পিলার এলাকায় দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিবিনিময় চলছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, মিয়ানমারের বিজিপি প্রথমে গুলিবর্ষণ শুরু করে। পরে বিজিবি পাল্টা গুলি চালায়। জানা যায়, দু’দিন আগে বিজিপি-বিজিবি গুলিবিনিময়ের সময় নিখোঁজ হন দোছড়ি ইউনিয়নের ক্যাম্পের বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমান।তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভেলানগর গ্রামে। পরে মিজানুরের লাশ হস্তান্তর নিয়ে সৃষ্ট জটিলতার জেরে বিজিপি ও বিজিবির মধ্যে শুক্রবার ফের গুলিবিনিময়ের সূত্রপাত হয়। দুপুরে ওই সীমান্তে লাশ হস্তান্তরের কথা থাকলেও বিজিপি ও বিজিবি’র মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় বিজিপি প্রথম গুলি ছোড়ে এবং বিজিবিও আত্মরক্ষার্থে গুলি চালায়। এদিকে মিয়ানমারের বিজিপির গুলিতে আহত বিজিবি সদস্য মিজানুর রহমান মারা গেছেন বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud