পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাজেট অধিবেশন শুরু

Posted on June 3, 2014 | in জতীয় সংসদ, ব্যবসা-অর্থনীতি | by

sangshad-bhaban-insideঢাকা : দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিতে ¡মঙ্গলবার বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হয়।৫ জানুয়ারি একতরফা নির্বাচনে বিজয়ের পর এটি বর্তমান সরকারের প্রথম ও বাংলাদেশের ৪৪তম বাজেট।সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, এবারও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রজেক্টরের মাধ্যমে বাজেট উপস্থাপন ও বক্তৃতা করবেন। বাজেট অধিবেশন ঘিরে সংসদ গ্যালারির সাউন্ড সিস্টেম ঠিক করা হয়েছে। জাতীয় সংসদকে ডিজিটাল করার অংশ হিসেবে এর আগে এমপিদের দেওয়া হয়েছে ল্যাপটপ। এবার বাজেট অধিবেশন তারা ল্যাপটপ থেকে ইন্টারনেটের মাধ্যমে যাবতীয় তথ্য পাবেন, যা তাদের বাজেট বক্তৃতার জন্য সহায়ক হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হবে। বাজেট অধিবেশনে উত্থাপনের জন্য এ পর্যন্ত একটি মাত্র বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। ‘দি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪’ নামের এ বিলটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে জমা দেওয়া হয়েছে। এছাড়া সংসদে পাসের অপেক্ষায় আছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) বিল-২০১৪, পল্লী সঞ্চয় ব্যাংক বিল-২০১৪ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল-২০১৪। এদিকে সংসদে উত্থাপনের জন্য বেশ কিছু নোটিশ ও লিখিত প্রশ্ন জমা পড়েছে বলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৫০ হাজার ৩০৩ কোটি টাকা। অর্থমন্ত্রী প্রস্তাবিত এ বাজেট ইতোমধ্যে অনুমোদন করেছেন। এডিপির আকার, রাজস্ব আয়, ব্যাংক ও বিদেশি ঋণের হিসাব ধরে চূড়ান্ত হয়েছে। বাজেটে সব মিলে আয় ধরা হয়েছে এক লাখ ৮২ হাজার ৫৩০ কোটি টাকা। ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩০৩ কোটি টাকা। ঘাটতি রাখা হয়েছে ৬৭ হাজার ৭৭৩ কোটি টাকা। এ ঘাটতি ব্যাংক ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থে মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud