পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অনশনে মুহম্মদ জাফর ইকবাল

Posted on May 30, 2014 | in শিক্ষা ও সংস্কৃতি | by

Jafor-sirএইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এ কর্মসূচিতে শুরু করেন তিনি। এ সময় জাফর ইকবাল বলেন, এ বিষয়ে গণশুনানি করতে হবে। যেখানে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ, জনপ্রতিনিধিরা তাদের মতামত উপস্থাপন করতে পারবেন, সেখান থেকে একটি সমাধান বের হয়ে আসবে।

তিনি বলেন, সারাদেশে সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এটি প্রথমে স্বীকার করতে হবে। কারণ, যারা প্রশ্নপত্র ফাঁস করছেন তারা কেউ অপরাধী নন। কেননা, প্রশ্নপত্র যে ফাঁস হচ্ছে এটি কেউ স্বীকার করছেন না। প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রথমে স্বীকার করেন। যতক্ষণ স্বীকার না করছেন ততক্ষণ সে সমস্যার সমাধান করা সম্ভব নয়।

গণমাধ্যমকে এ বিষয়ে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। এ আগে স্ত্রী ইয়াসমিন হককে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে বসেন তিনি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে যোগ দিয়েছেন তার সঙ্গে, আছে ক্ষুদে শিক্ষার্থীরাও।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud