পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘পদ্মা সেতু নির্মাণে লোক নিয়োগের গুজবে পা দিবেন না’

Posted on May 29, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

04-08-13-Communication Minister-8মুন্সীগঞ্জ প্রতিনিধি: পদ্মা সেতু নির্মাণ কাজে কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।’পদ্মা সেতু নির্মাণে লোক নিয়োগের গুজবে পা দিবেন না’ ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেস্ট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি। এ সময় বিআইডব্লিউটিএ ও পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যোগাযোগমন্ত্রী বলেন, “সাবধান, পদ্মা সেতু নির্মাণে কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা দিবেন না।” তিনি বলেন, “ইদানিং একটি প্রতারক চক্র পদ্মা সেতু নির্মাণে লোক নিয়োগ করার নামে দেশের বিভিন্ন স্থানে বেকার মানুষের হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। পদ্মা সেতুতে লোক নিয়োগের খবর নিছক গুজব। এমন গুজবে পা দিবেন না।” এসময় তিনি জানান, আগামী আগস্টে পদ্মা সেতুর নদী শাসনের কার্যাদেশ দেওয়া হবে। ২ মাসের মধ্যে মাওয়াঘাট দেড়-কিলোমিটার অদূরে শিমুলিয়ায় স্থানান্তর করা হবে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মাওয়া ঘাটে যান যোগাযোগমন্ত্রী। এরপর দেড়-কিলোমিটার দূরে শিমুলিয়ায় অস্থায়ী ঘাট স্থানান্তরের কাজ পরিদর্শনে যান তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud