পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

না.গঞ্জ-৫ উপ-নির্বাচন, জাপার মনোনয়ন পেলেন সেলিম ওসমান

Posted on May 28, 2014 | in রাজনীতি | by

JAPAঢাকা: নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নেতা একেএম সেলিম ওসমান। বুধবার দুপুর তিনটা ৩৫ মিনিটে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে তার নাম ঘোষণা করা হয়। দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু জানান, একেএম সেলিম ওসমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেলিম ওসমান দলের প্রাথমিক সদস্য বলেও জানান তিনি। এর আগে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দুপুর সোয়া ১২টার দিকে দলীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়ার সদস্য কাজী ফিরোজ, অধ্যাপক দেলওয়ার হোসেন ‍খান, মজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গা এবং ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ সংসদীয় বোর্ড এক বৈঠকে বসেন।

সকাল সাড়ে ১০টার দিকে সেলিম ওসমানের পক্ষে সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহেদ এবং মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীনসহ চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনের প্রার্থী হতে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, সাবেক এমপি ও নাগরিক ঐক্যের নেতা এস এম আকরাম, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি শফিকুল ইসলাম এবং ইকবাল সিদ্দিকী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud