পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ড : আবারও পাঁচ দিনের রিমান্ডে রানা

Posted on June 2, 2014 | in ইসলাম | by

rana_rimandনারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের মামলায় র‌্যাব-১১-এর সাবেক কর্মকর্তা এম এম রানার তৃতীয় দফার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এম মহিউদ্দিন রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। দুই দফা রিমান্ড শেষে বিকেল পাঁচটা ১০ মিনিটে রানাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে তৃতীয় দফায় সাত দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এ আবেদনের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে দাখিল করা প্রতিবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল জানান, এম এম রানা কাউন্সিলর নজরুলসহ পাঁচজনকে অপহরণ-খুন ও ইটভর্তি বস্তার সঙ্গে বেঁধে লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রধান আসামি নূর হোসেনের মদদে রানা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। নূর হোসেন সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। র‌্যাব-১১-এ কর্মরত অবস্থায় রানার সঙ্গে নূর হোসেনের সখ্য গড়ে ওঠে। প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে ‘ভিকটিম’ নজরুলের শত্রুতা ছিল। নূর হোসেনের মাধ্যমে প্রভাবিত হয়ে রানা পাঁচজনকে অপহরণ ও খুন করেছেন। আগে রিমান্ডে থাকাকালে রানা যেসব তথ্য দিয়েছেন এবং সাক্ষীদের কাছ থেকে পাওয়া তথ্য আরও নিবিড়ভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। এ কারণে তাঁকে আরও সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। এদিকে আদালতে এম এম রানা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। নূর হোসেনের সঙ্গে তার সখ্য ছিল না।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud