পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নামাজের বিরতির পর আবারো দুঃস্থদের মাঝে খালেদা জিয়া

Posted on May 30, 2014 | in রাজনীতি | by

BNP_Khaleda_683604384ঢাকা: জুম্মার নামাজের বিরতির পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আবারো দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি শুরু করেছেন। নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে বেরিয়ে দুপুর আড়াইটার দিকে তিনি শান্তিনগর বাজার এলাকায় খাবার বিতরণ করেন। এরপর তিনি একই ধরনের কর্মসূচিতে অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসভবন সংলগ্ন প্রাঙ্গণের দিকে যান। এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর ‘রাজধানী স্কুল’ মাঠসহ ২৪টি স্থানে দুঃস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুর করেন বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া।

শুক্রবার বেলা সাড়ে ১১টার কিছু পর রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া অ্যাভিনিউর রাজধানী স্কুল মাঠে আসনে বিএনপি চেয়ারপার্সন।  পরে তিনি ক্রমান্বয়ে মোহাম্মদপুরের টাউন হল, শহীদ পার্ক মাঠ, ধানমণ্ডির মেডিনোভা হাসপাতাল ও কলাবাগানের কুপার্স সংলগ্ন প্রাঙ্গণে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এর পর তিনি পল্টন কমিউনিটি সেন্টারে খাবার বিতরণ শেষ করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় চলে আসেন। সেখানে জুম্মার নামাজের আগ পর্যন্ত কার্যালয়ের সামনে জিয়া মঞ্চে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

এ সময় সেখানে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমও পরিদর্শন করেন। পরে খালেদা জিয়া নামাজের বিরতিতে যান। পরে তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দুতলায় নিজের অফিস কক্ষে অবস্থান করেন। বিএনপি জানায়, একই কর্মসূচির অংশ হিসাবে মাহবুব আলী মিলনায়তন, মতিঝিল কলোনি কমিউনিটি সেন্টার, কমলাপুরের আইসিডি টার্মিনাল, সেগুনবাগিচা স্কুল, কচিকাঁচা কমিউনিটি সেন্টার, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট প্রাঙ্গণ, গুলিস্তানের কাপ্তান বাজার শপিং কমপ্লেক্স, নবাবপুরের মদনপাল লেন, ধোলাইখালের লিংক রোড মোড়, ধোলাইখাল মোড়, নয়াবাজার দলীয় কার্যালয়, বংশাল কার্যালয়ের সম্মুখে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

দলীয় সূত্র জানিয়েছে, শুক্রবার দিনভর খাবার বিতরণ শেষে মাগরিবের নামাজের পর দলের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া, খাবার বিতরণ কর্মসূচি আগামী শনি ও রোববারও চলবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud