September 30, 2025
ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘বেয়াদব ছেলে’ হিসেবে আখ্যায়িত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। শনিবার বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ ঢাকা বার শাখার সম্মেলনে তারেক রহমানকে উদ্দেশ্য করে একথা বলেন তিনি। আনিসুল হক বলেন, তারেকের জন্মই বোধহয় বিদেশে হয়েছে। এজন্যই সে সব সময় বিদেশে বসে কথা বলে, দেশে আসতে সাহস পায় না। সে চরম বেয়াদব একটা ছেলে। সে তার বাবাকেই শ্রদ্ধা করতে জানে না। তাহলে অন্যকে শ্রদ্ধা করবে কিভাবে। তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, তারেক সেন্ট জোসেফে পড়াশুনার সময় বেয়াদবি করায় তাকে বের করে দেওয়া হয়েছিল। বর্তমানে তার শিক্ষাগত যোগ্যতা শুধু আল্লাহই জানেন। এজন্যই সে বিদেশে বসে উল্টাপাল্টা কথা বলছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী। f