পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

তারেকের বক্তব্য খণ্ডনে আ.লীগ ব্যর্থ:বিএনপি

Posted on June 2, 2014 | in রাজনীতি | by

BNPঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে।এরই ধারাবাহিকতায় আইনমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। রিজভী বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য খণ্ডন করতে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে।তাই তারা গালাগালি করছে। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সরকারের মন্ত্রী-এমপি ও দলের লোকেরা পাবনা মানসিক হাসপাতালের তালা ভেঙে পালিয়ে আসা পাগলদের মতো বক্তব্য রাখছেন বলে অভিযোগ করেন তিনি ।তারেক রহমানের জন্ম এদেশে নয়, বিদেশে- আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের এমন বক্তব্যের প্রতিবাদ করে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর ক্ষতি করার জন্য তার আশেপাশের মন্ত্রী-এমপি ও দলীয় নেতারা অহরহ কুরুচিপূর্ণ বক্তব্য ও জিয়াউর রহমান-তারেক রহমানকে গালাগালি দিয়ে যাচ্ছেন। এরকম বক্তব্য রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমরা আশাও করতে পারি না- বলেন রিজভী।তিনি বলেন, মন্ত্রী-এমপিদের এমন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।দেশি-বিদেশি চক্রান্তের অংশ হিসেবে শহীদ জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে সব সময় মিথ্যা ও কুৎসা রটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, বিএনপি কোনো ভূঁইফোড় দল নয়।জনসমর্থন নিয়ে বারবার ক্ষমতায় এসেছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এবারও ক্ষমতায় আসতো।রিজভী বলেন, আমরাও প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগের সমালোচনা করি। কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলি না। তিনি বলেন, শুধুমাত্র বিদেশি শক্তির মদদে বন্দুকের নল জনগণের দিকে তাক করে অসংখ্য শহীদের রক্ত ঝরিয়ে এই অবৈধ সরকার ক্ষমতায় টিকে আছে।তিনি বলেন, বিএনপি’র নেতৃত্বে ১৯ দলীয় জোট আন্দোলনের প্রলয়শিখা এই অত্যাচারীর রাজ সিংহাসন পুড়িয়ে দেবে।রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আমরাও প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগের সমালোচনা করি। কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলি না। রিজভী বলেনে, আজ দেশে অত্যন্ত দুরবস্থা চলছে। চুরি, ডাকাতি, খুন, গুম বেড়েছে। এসবের পেছনে দায়ী প্রধানমন্ত্রী। কারণ, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও।বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেকেন্ড হোম বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনাও করেন তিনি। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, এমন কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? তিনি বলেন, বলেন,মঞ্জুর হত্যার আসামি এরশাদকে (সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ) কীভাবে প্রধানমন্ত্রী দূত বানান?আগে অভিযোগ থেকে খালাস না নিয়ে দূত করা হলে তার বিচার হবে কীভাবে?শাহ মোয়াজ্জেম বলেন, সংবাদপত্রের স্বাধীনতা আছে নাকি? তারা স্বাধীনভাবে লিখতেইতো পারছেন না, উল্টো হুমকি। এক সময় শুধু জেল ছিল, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। রিজভী বলেনে, বলেন, প্রধানমন্ত্রী ১০৫ জন লোক নিয়ে জাপান গেছেন। বিদেশ সফরে ১০/১২ জনের বেশি লোক লাগে না। এই সফরগুলোতে গিয়ে কয়জন ফিরে আসে, আর কত জন আসে না? এর আগে আমেরিকায়ও দেড়শো লোক নিয়ে গিয়েছিলেন তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud