October 2, 2025
স্টাফ রিপোর্টার: ১৯ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে রাতে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে জোটের সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করবেন নেতারা।