October 3, 2025
স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ ছবিটির প্রিমিয়ার শো। প্রিমিয়ার শো টির আয়োজন করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান পিং পং এন্টারটেইনমেন্ট। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘তারকাঁটা’ দেখতে সমবেত হয়েছিলেন বিনোদন অঙ্গনের অনেক শিল্পী এবং সংবাদকর্মীরা। আরও উপস্থিত ছিলেন মোস্তফা কামাল রাজ, মৌসুমী ও বিদ্যা সিনহা মিমসহ ডা. এজাজ, ফারুক আহমেদ, শিশুশিল্পী দিয়া, আহমেদ শরিফসহ ছবিটির অন্য কলাকুশলীরা। কিন্তু আরিফিন শুভ সিলেটে শুটিং থাকার কারনে উপস্থিত হতে পারেন নি। এ প্রসঙ্গে রাজ জানিয়েছেন, ছবিটি আমি সব শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে নির্মাণ করেছি। আশা করছি দর্শকরা ছবিটি দেখতে এসে নিরাশ হবেন না। জানা গেছে, ৬ জুন সারা দেশের ৬৫ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘তারকাঁটা’। পিংপং এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ ছবির পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। শুভ, মিম, মৌসুমী ছাড়া ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ, ডা. এজাজ, আহমেদ শরীফ, হাসান মাসুদ প্রমুখ। ছবিতে গান রয়েছে মোট সাতটি। গান গুলোর কথা লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, জাহিদ আকবর, জনি হক, মাহমুদ মানজুর ও আরফিন রুমী। সবকয়টি গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন আরফিন রুমী। গানে কণ্ঠ দিয়েছেন কনা, আরফিন রুমী, বেবী নাজনীন, পারভেজ, লিজা, খেয়া, নওমী, পূজা, ভারতের সুনিধি চৌহান, মমতা শর্মা ও পল্লক মুচ্ছাল। ছবিটির অডিও প্রকাশিত হয়েছে লেজার ভিশন থেকে।