October 2, 2025
শিল্পী নাজনীন মিমি। দীর্ঘদিন ধরে অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে আসছেন। ২৯ মে বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে আরটিভির নিয়মিত লাইভ কনসার্ট ‘ওয়ালটন মিউজিক স্টেশন’-এ গাইবেন এই তারকা। অনুষ্ঠানসহ নানা বিষয়ে বাংলানিউজের সঙ্গে কথা বলেন মিমি-
অনুষ্ঠানে কী ধরনের গান করবেন?
মিমি : ওয়ালটন মিউজিক স্টেশন অনুষ্ঠানে বেশিরভাগই থাকবে চলচ্চিত্রের গান। এর মধ্যে রয়েছেÑ আমার গাওয়া ‘পোড়ামন’, ‘অনেক সাধনার পর’, ‘ছোটবোন‘, ‘জগত সংসার‘, ‘মাই নেম ইজ খান’, ‘মনে বড় কষ্ট‘, ‘অসম প্রেম‘, ‘বল না কবুল’, ‘পরাণ যায় জ্বলিয়া’সহ আরো বেশ কিছু ছবির গান। এছাড়া শ্রোতাদের পছন্দ অনুযায়িও বেশকিছু গান করব ।
অনুষ্ঠানে আর কি থাকছে ?
মিমি: গানের ফাঁকে ফাঁকে দর্শকের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা হবে। পছন্দের গানের পাশাপাশি সঙ্গীতের নানা বিষয় নিয়েও কথা বলব।
চলচ্চিত্রে গান করার ক্যারিয়ার আপনার কতদিনের ?
মিমি: ২০০৩ সালে ‘অ্যাকশান হিরো’ ছবিতে সর্বপ্রথম গান করি। এরপর থেকে এখনও পর্যন্ত টানা গেয়ে যাচ্ছি।
এ মুহূর্তে কাজ কি করছেন ?
মিমি : সম্প্রতি বেশকিছু নতুন ছবিতে কন্ঠ দিলাম। তারমধ্যে চিত্রনায়ক শাকিব খান প্রযোজিত প্রথম ছবি ‘হিরো দ্য সুপারস্টার’ ছবিতে আসিফ আকবরের সঙ্গে দ্বৈত গানে কন্ঠ দিয়েছি। ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। গত রোববার গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।
আপনার কয়টি অ্যালবাম বাজাওে এসেছে ?
মিমি : ‘খেয়ালী মন’, ‘দিওয়ানা’ ও ‘আড়াল’ শিরোনামে তিনটি একক অ্যালবাম বাজারে এসেছে। ।
পরের একক অ্যালবাম নিয়ে জানতে চাই?
মিমি: মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা এতটাই হতাশাজনক যে, চাইলেও অ্যালবাম প্রকাশে সাহস পাচ্ছি না। তবে নিজের ভালোলাগা থেকে দুটি গান করে রেখেছি। গান দুটি লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর করেছেন আহমেদ হুমায়ুন।