October 2, 2025
কুমিল্লা: কুমিল্লা নগরীর সরকারি ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহসান হাবিব সুমু (২৭) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরো দু’জন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমুর বাড়ি নগরীর মনসুরবাড়ি এলাকায়। তিনি কুমিল্লা সদরের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ভাতিজা। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে প্রীতম নামে একজনের নাম জানা গেছে। স্থানীয়রা জানায়, কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা রিন্টু ও রাসেল গ্রুপের মধ্যে দুপুর ১টার মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে রিন্টু গ্রুপের সুমু ঘটনাস্থলেই মারা যান এবং রাসেল গ্রুপের দুইজন গুলিবিদ্ধ হন। এদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।