ব্লগ পোস্টে বলা হয়, এখন থেকে আপলোড করা ভিডিওটি কতটুকু বিজ্ঞাপন বান্ধব হয়েছে বা আদৌ হয়েছে কি না তা ভিডিও তৈরিকারীকে জানানো হবে।

তবে ইউটিউবের এমন সিদ্ধান্তে খুশি নয় অনেক ইউটিউবার। ঘৃণা ঠেকাতে গিয়ে অতিরিক্ত কঠোরতার মুখে পড়তে হবে এবং আয় কমবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউটিউব তারকারা।

কিন্তু আলোচনা-সমালোচনার জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছে ইউটিউব।

সমালোচনার জবাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সাইটের কর্তৃপক্ষ বলছে, এখন থেকে বর্ণ, জাতিসত্তা, জাতীয়তা, ধর্ম, শারীরিক প্রতিবন্ধকতা, লৈঙ্গিক পরিচয় নিয়ে ঘৃণা এবং বিকৃত রসিকতা করা ভিডিও থেকে কোনো টাকা আয় করার সুযোগ পাবে না কেউ।