পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সূচক কমলেও লেনদেন বেড়েছে

Posted on November 16, 2014 | in দুর্নীতি দমন কমিশন | by

r410ঢাকা: দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে লেনদেন শুরুর সময় সূচক বাড়তে থাকে। কিন্তু দিন শেষে সেই ধারা বজায় থাকেনি।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০ দশমিক ৫৬ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৩ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৫২ দশমিক ৬৬ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ দশমিক ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
রোববার ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৩ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি ৪৫ লাখ টাকা বেশি। এ দিন মোট ৩০৩টি কোম্পানির শেয়ার লেণদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১১৩টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১০ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৯ হাজার ৩৬০ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএএসপিআই সূচক আগের দিনের চেয়ে ৪২ দশমিক ৬০ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৩৬ দশমিক ১৮ পয়েন্টে, সিএসআই শরীয়াহ সূচক ৬ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১ হাজার ৪১ দশমিক ২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই ৫০ সূচক আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১১ দশমিক ৬৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক আগের দিনের চেয়ে ২৪ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫১০ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫১ কোটি ৫২ লাখ টাকা। এদিন মোট ২১৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৭৫টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত ছিল ১৫টি কোম্পানির শেয়ার দর।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud