পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভারতের ওপরেই চাপ বেশি: মাশরাফি

Posted on June 15, 2017 | in খেলাধুলা | by
মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স প্রায় ১৬ বছর। তিনি বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার নায়ক। তার নেতৃত্বে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলার পর এবার চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। আইসিসির কোনও টুর্নামেন্টে এটাই টাইগারদের প্রথম সেমিফাইনাল। স্বাভাবিকভাবে বাংলাদেশের এখন চাপে থাকার কথা। তবে মাশরাফির ধারণা ভিন্ন। তার মতে, বৃহস্পতিবারের লড়াই নিয়ে বাংলাদেশের চেয়ে ভারতই বেশি চাপে রয়েছে।
ষোল কোটি মানুষের প্রত্যাশা মিটিয়ে বাংলাদেশ কি ভারতকে হারিয়ে দেবে? বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে বাংলাদেশ অধিনায়কের সপ্রতিভ জবাব, ‘আইসিসির কোনও ইভেন্টে এটাই আমাদের প্রথম সেমিফাইনাল। স্বাভাবিকভাবেই দেশের মানুষের প্রত্যাশা খানিকটা বেশি। আমি নিশ্চিত, ভারত আমাদের চেয়ে বেশি চাপে রয়েছে। ওদের সমর্থক আমাদের চেয়ে অনেক বেশি। দুই দলের কাছেই দর্শকদের অনেক প্রত্যাশা। তবে দিনশেষে এটা শুধুই একটা ম্যাচ। দুই দলই চেষ্টা করবে সেরা ক্রিকেট খেলার। যারা চাপমুক্ত হয়ে খেলতে পারবে, তাদের জয়ের সম্ভাবনা বেশি।’
বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষের প্রতি মাশরাফির আহ্বান, ‘কালকের ম্যাচ নিয়ে শুধু এটুকু বলতে পারি, আমরা অবশ্যই সাধ্যমতো চেষ্টা করবো ভালো খেলার। রেজাল্ট কার পক্ষে যাবে সেটা এখানে বসে বলা কঠিন। অবশ্যই যারা ভালো খেলবে তাদের পক্ষেই যাবে। আমি সবাইকে ধৈর্য ধরতে বলবো। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আমরা কালকের ম্যাচে নিজেদের সেরাটা খেলার সর্বোচ্চ চেষ্টা করবো।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud