March 26, 2025
স্পোর্টস ডেস্ক : ব্রাজিলীয় ‘রত্ন’টিকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টাই শেষ পর্যন্ত করেছিল স্প্যানিশ লা লিগা। সংস্থাটি বাইআউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরোর (প্রায় ২ হাজার ১২২ কোটি টাকা) চেকও গ্রহণ করেনি। কিন্তু তাকে ধরে রাখা যায়নি। আনুষ্ঠানিকভাবে গতকালই প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড় হয়ে গেলেন তিনি। ফ্রান্সের স্থানীয় সময় দুপুরে সমর্থকদের সামনে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়টিকে পরিচয় করিয়ে দেন পিএসজি কর্মকর্তারা।
বিশ্বরেকর্ড ফি দিয়ে কেনা নেইমারের সঙ্গে পিএসজির চুক্তি হয়েছে পাঁচ বছরের। প্রতি বছর তিনি বেতন পাবেন ৩ কোটি ইউরো, যা বার্সেলোনায় পাওয়া বেতনের প্রায় দ্বিগুণ। সেই সঙ্গে থাকবে নানা আকর্ষণীয় সুযোগ-সুবিধা। যেমন— সাইনিং বোনাস, ব্রাজিলে যাতায়াতের জন্য জেট বিমান ও পিএসজি বোর্ডের মালিকানাধীন হোটেলের লভ্যাংশ প্রাপ্তি।
পিএসজিকে ইউরোপের সবচেয়ে উচ্চাভিলাষী ক্লাব হিসেবে অভিহিত করে নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পিএসজির উচ্চাভিলাষী পরিকল্পনা, আবেগ ও প্রাণশক্তি আমাকে আকর্ষণ করেছে। চ্যালেঞ্জ নিতে আমি তৈরি। নতুন সতীর্থদের সাহায্য করতে সম্ভাব্য সবকিছুই করব আমি।’
এত দিন স্পেনের সংবাদ মাধ্যমগুলো বলে আসছিল, নেইমার পিএসজিতে সই করলে তার বাবা ‘সাইনিং বোনাস’ হিসেবে পাবেন ৩৮ মিলিয়ন ইউরো। তবে গতকাল নেইমার যা বললেন তার মানে দাঁড়ায়, এখানে তার বাবার কিছুই করার ছিল না। তিনি নাকি চেয়েছিলেন তার ছেলে বার্সেলোনাতেই থাকুক। নেইমার জানালেন, বাবার ইচ্ছার বিরুদ্ধেই তিনি পিএসজিতে নাম লিখিয়েছেন।
শুক্রবার সকালে তল্পিতল্পা গুটিয়ে বার্সেলোনায় নিজ বাসা ত্যাগ করেন নেইমার। এরপর এক ভিডিওবার্তায় বার্সেলোনাকে বিদায় বলেছেন। সেখানেই বাবাকে নিয়ে ওঠা সব সমালোচনা উড়িয়ে দিয়ে ২৫ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘বাবা যা চেয়েছিলেন, তার উল্টোটাই করেছি আমি। একজন খেলোয়াড়কে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। কিছু ট্যাক্সের মতো বিষয়ে, কিছু আমাদের সিদ্ধান্তের কারণে। একজন খেলোয়াড় যা কিছু জিততে পারে তার সবই জিতেছি আমি। কিন্তু একজন খেলোয়াড়কে চ্যালেঞ্জও নিতে হয়।’
স্যান্টোস থেকে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদেই যোগ দেয়ার কথা ছিল নেইমারের। মাদ্রিদ জায়ান্টদের হয়ে মেডিকেলও করিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে তিনি হয়ে যান কাতালান খেলোয়াড়। এ কারণে অনেকেই নেইমারের বাবাকে দায়ী করেছেন। বলা হয়ে থাকে, বার্সেলোনার কাছ থেকে ৪০ মিলিয়ন ইউরো ‘বোনাস’ পেয়েই ছেলেকে বার্সেলোনায় নিয়ে যান নেইমার দ্য সিলভা। সেই সমালোচনার জবাবও এবার দিলেন নেইমার, ‘আমার জীবনে এ নিয়ে দ্বিতীয়বার বাবা যা বলেছেন, তার উল্টোটা করলাম। এটা একটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু আমার জীবনের ২৫ বছরের অভিজ্ঞতা থেকেই এটা করলাম।’
বাবার ইচ্ছার বিরুদ্ধে পিএসজিতে যাচ্ছেন, তাই এক ভিডিওবার্তায় বলেছেন, ‘বাবা, আমি তোমার ইচ্ছার কারণ বুঝি এবং সেটাকে শ্রদ্ধাও করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি চাই, আগের মতোই সমর্থন দেবে তুমি।’
চার বছর খেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেছির ছায়ায়। এবার পিএসজির সাফল্যের নেতা হতে চান। তবে মেসিকে এখনো বিশ্বসেরাই ভাবেন। মেসিকে ‘বিশ্বের সেরা অ্যাথলিট’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘মেসি আমার সতীর্থ ছিলেন, তেমনি মাঠে ও মাঠের বাইরে ছিলেন অকৃত্রিম বন্ধুও। তোমার সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। মেসি ও লুই সুয়ারেজকে নিয়ে আমরা যে আক্রমণভাগ গড়ে তুলেছিলাম, তা সারা জীবন আমার মনে থাকবে।’ মার্কা, বিবিসি, এএফপি