October 15, 2024
ডেস্ক রিপোর্ট : তিতুমীর কলেজের আহত শিক্ষার্থী সিদ্দিকুরকে চাকরি দেয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিদ্দিকুর দৃষ্টিশক্তি ফিরে পাবে কিনা সে বিষয়ে নিশ্চিত নই, তবে দেশে ফিরার পর তাকে স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি দেয়া হবে।
তিনি বলেন, ‘তিতুমীর কলেজের আহত শিক্ষার্থীর চোখ ভালো হবে কিনা জানিনা। তবে তার চোখ ভালো করার জন্য সব ধরণের চেষ্টা করা হবে। তার চোখ ভালো হোক বা না হোক ঢাকায় ফিরে এলে স্বাস্থ্য অধিদপ্তরে তাকে অবশ্যই একটা চাকরি দেবো।’