September 17, 2024
সমস্যা সৃষ্টিকারী হজ এসেন্সিগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মতিউর রহমান বলেন, ‘হজ যাত্রী পাঠানো নিয়ে যেসব সমস্যার সৃষ্টি হয়েছে তা অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। কিছু সংখ্যক হজ এসেন্সির কারণে এ জটিলতা সৃষ্টি হয়েছে। যেসব এজেন্সির কারণে এ জটিলত সৃষ্টি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের জরিমানা করা হবে।’
তিনি আরও বলেন, ‘২০১৫ সালে যারা হজ করেছেন এবার তাদের হজে যেতে সৌদি কর্তৃপক্ষ অতিরিক্ত দুই হাজার সৌদি রিয়াল ফি ধার্য করেছে। সেটি মওকুফের জন্য সৌদি সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং আবেদনও করেছি।’
বাতিল হজ ফ্লাইটের যাত্রীদের কিভাবে সৌদি পাঠাবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমরা বিমানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি এবং তাকে বিমানের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেছি।’
লিখিত বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, ‘এবার ১৩টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। তাই আমরা বিমানমন্ত্রীকে আরও ২০টি ফ্লাইট বাড়ানোর অনুরোধ করেছি।’
মতিউর রহমান বলেন, ‘এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাচ্ছেন। তাদের মধ্যে ৪২ হাজার ২শ’ জন সরকারি ব্যবস্থাপনায় এবং এক লাখ ২২ হাজার ৯৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন। এ পর্যন্ত মোট ৯৭ হাজার ১৪০ জনের ই-হজ সিস্টেমে ভিসা লজমেন্ট করা হয়েছে। ৫২ হাজার ৬শ’ জন ভিসা হাতে পেয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ৩২ হাজার ৫০৪ জন সৌদি পৌঁছেছেন। ভিসা পেয়েছেন আরও এমন ২০ হাজার ৯৬ জন যাত্রী সৌদি যাওয়ার অপেক্ষায় আছেন।’