January 24, 2025
ষোড়শ সংশোধনী বাতিলের বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ বিষয়টি পর্যবেক্ষণ করে পরে প্রতিক্রিয়া জানাবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার সকালে রাজধানীর একটি হোটেলে, মেট্রোরেলের প্যাকেজ আট এর আওতায় রেলকোচ, রেল ট্রাক, এবং যন্ত্রপাতি সংগ্রহে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, মেট্রোরেলের কাজে গতি এসেছে এবং এর ফান্ডিং নিয়েও কোন সমস্যা নেই। এছাড়া বিশেষ উদ্যোগে ২০১৯ সালে উত্তরা তৃতীয় পর্ব হতে আগারগাঁও পর্যন্ত এবং ২০২০ সালে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে বলেও জানানো হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘অর্থমন্ত্রীর বিষয়টি অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। এটা তার ব্যক্তিগত মতামত। আমরা দলীয়ভাবে এখনো কোনো বক্তব্য দিইনি। আমরা হুট করে কোনো বক্তব্য দিতে চাই না। আমরা বিষয়টি নিয়ে ঠাণ্ডা মাথায় চিন্তা-ভাবনা করছি। এখানে মাথা গরম করে কিছু করার কোনো সুযোগ নেই। ঠাণ্ডা মাথায় আমরা ভাবছি। যথা সময়ে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো।’