September 17, 2024
নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনীর রায় যুক্তিনির্ভর নয়, তাই এটি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, রায় নিয়ে যেহেতু প্রধান বিচারপতি বিতর্কের সূচনা করেছেন, পদত্যাগের মধ্য দিয়ে তিনি এই বিতর্কের অবসান ঘটাতে পারেন।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের বিফ্রিংয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
এ সময় মন্ত্রী আরো বলেন, রায় নিয়ে প্রধান বিচারপতির উদ্দেশ্য বিচারবিভাগের স্বাধীনতা নয়, এটি মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বকে বিতর্কিত করার পাশাপাশি একটি বিদ্বেষমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়।