February 11, 2025
লাইফস্টাইল ডেস্ক : বরাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ ঘণ্টার ব্যবধানে ৩১ কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।
গতকাল এক যাত্রীর কাছ থেকে ২৫ কেজি এবং আজ রবিবার সকালে ফের এক যাত্রীর কাছ থেকে ছয় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের পাঠানো মোবাইল বার্তায় বলা হয়, শনিবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৪৪৬ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। সেই ফ্লাইটের যাত্রী মো. জামিল আক্তার হুইলচেয়ারে করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে চ্যালেঞ্জ করা হয়।
এ সময় জামিলের কাছ থেকে ১০০ গ্রাম ওজনের আড়াইশ স্বর্ণবার উদ্ধার করা হয়। এসব বারের ওজন ২৫ কেজি। এর মূল্য আনুমানিক সাড়ে ১২ কোটি টাকার হতে পারে। জামিলের বিরুদ্ধে মামলা দিয়ে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনার পর আজ সকালে আরো ছয় কেজি স্বর্ণ জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস হাউস জানায়, সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস ৩১৪ নম্বর ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। ফ্লাইটের একটি টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ওজনের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মূল্য হতে পারে তিন কোটি টাকা।