March 26, 2025
ডেস্ক রিপোর্ট: শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের অনুসারী ২০টি গ্রামের প্রায় দশ হাজার মানুষ রবিবার পালন করবে ঈদুল ফিতর।
সুরেশ্বর দরবার শরীফের গদিনিশান পীর কামাল নুরী জানায়, দরবার শরীফের পীর জানশরীফ মাওলানার আমল থেকে প্রায় ৫০ বছর যাবৎ সৌদি আরব ও বিশ্বের অন্যান দেশের সঙ্গে মিল রেখে তারা ঈদ পালন করে আসছেন। জানশরীফ মাওলানা মৃত্যুর পর তার অনুসারীরা এই নিয়ম মেনেই ঈদ পালন করবেন।
রবিবার সকাল সাড়ে ৯টায় দরবার শরীফের ময়দানে পবিত্র ঈদুল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঈদ জামাতের সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা অংশ নিবেন।সূত্র: বাংলাদেশ প্রতিদিন