June 2, 2023
বিনোদন ডেস্ক : ‘ফ্যাশন’ সিনেমার অবসাদগ্রস্ত মডেল থেকে ‘রেঙ্গুন’ সিনেমার চটকদার মিস জুলিয়া- সবখানেই অভিনয়ের জাদুতে দর্শক মাতিয়েছেন কঙ্গনা রানাউত। নতুন সিনেমা ‘সিমরান’এও তাকে দেখা যাবে ভিন্নধর্মী এক চরিত্রে।
হানসাল মেহতার পরিচালনায় ‘সিমরান’ সিনেমায় নিউইয়র্ক প্রবাসী এক গুজরাটি মেয়ের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। চুরি ও নানা ধরণের অপকর্ম করতে সিদ্ধহস্ত কঙ্গনা অভিনীত সিমরান চরিত্রটি। ট্রেইলারে সিমরানকে দেখা গেছে তার প্রেমিকের কাছে অপকর্মের নানা অভিজ্ঞতার কথা বলতে।
ট্রেইলারে আরও দেখা যায়, শপিং মলে ঢুকে দামী অলংকার ও কাপড় চুরি করছেন কঙ্গনা! এমনকি কর্তৃপক্ষকে ঠকিয়ে রাজকীয় একটি বাড়ি দখল করে নিতেও দেখা গেছে সিমরানবেশী কঙ্গনাকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ক’দিন আগেই ‘সিমরান’কে ঘিরে কাহিনি চুরির অভিযোগ তোলেন লেখক অপূর্ব আসরানি। তার কাছ থেকে ‘সিমরান’এর গল্প রীতিমতো ছিনিয়ে নিয়েছেন কঙ্গনা- এমনটাই দাবি তুলেছেন তিনি।