October 15, 2024
ইসলাম ডেস্ক : সৌদি দূতাবাস রোববার পর্যন্ত বাংলাদেশী হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণের সময় বৃদ্ধি করেছে।
হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম গতকাল বাসসকে বলেন, ‘সৌদি দূতাবাস রোববার পর্যন্ত আমাদের ভিসা গ্রহণের সময় বৃদ্ধি করেছে’।
১৭ আগস্ট ছিল ভিসা আবেদন জমা দেয়ার শেষ দিন। কিন্তু ওই শেষ সময় পর্যন্ত ৫ হাজার হজযাত্রীর ভিসার আবেদন করা হয়নি।
সাইফুল ইসলাম জানান ‘গতকাল আমরা অনেক আবেদন পেয়েছি। আজ অধিকাংশ আবেদন জমা দেয়া সম্ভব হবে’।
তিনি বলেন, এর আগে ধর্ম মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষের কাছে সোমবার পর্যন্ত ভিসার আবেদনের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানায়। এ পর্যন্ত মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর মধ্যে ১ লাখ ২২ হাজার ৯৭৩ জন ভিসা পেয়েছেন। এরমধ্যে ৭৩ হাজার ৪৫ জন সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বিমান বাংলাদেশ ২৬ আগস্ট এবং সৌদি এয়ারলাইন্স ২৭ আগস্ট পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা করবে। বাসস