January 24, 2025
আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে উৎখাত করতে বিদ্রোহ চেষ্টা চালিয়েছে সেনাবাহিনীর একাংশ। এর কয়েক ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ বিদ্রোহ দমনের দাবি করেছে দেশটির সরকার।
টুইটারে এ দাবি জানান, দেশটির ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির নেতা ডিওসদাদো কাবেলো। একে সন্ত্রাসী হামলা বলেও মন্তব্য করেন তিনি। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কারাবোবো রাজ্যে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ইউনিফর্ম পরা কিছু ব্যক্তি নিজেদের ৪১তম ব্রিগেডের সদস্য বলে দাবি করছেন।
দলনেতা হুয়ান কাগুয়ারিপানো বলেন, এটি কোন সেনা অভ্যুত্থান নয় সাংবিধানিক শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা। এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়।