December 6, 2024
নিজস্ব প্রতিবেদক : প্ষোড়শ সংশোধনী নিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা ভণ্ডুল হওয়ায় এখন এলোমেলো বক্তব্য দিচ্ছে বিএনপি।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় বনানী কবরস্থানে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ফুল দেয়া শেষে আইভী রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার বিচার এ সরকারের মেয়াদেই শেষ করা হবে।