September 17, 2024
স্পোর্টস ডেস্ক : টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ।
বাংলাদেশ সময় সকাল ১০ টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।
মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। যদিও আশা জাগানিয়া হয়নি। দ্বিতীয় ওভারে গালিতে প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। চতুর্থ ওভারে ফের প্যাট কামিন্সের আঘাত। জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন। ভারসাম্য না রাখাতে বটম এজ হয়ে ম্যাথু ওয়েডের গ্ল্যাভসবন্দী হন ইমরুল কায়েস। হতাশার এখানেই শেষ নয়। পরের বলে গ্ল্যাভসবন্দী হন সাব্বির রহমানও। যদিও আম্পায়ার আলিম দারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি। ব্যাট মাটিতে স্পর্শ করেছিল; সন্দেহ থাকায় রিভিউ নেন। কিন্তু টিভি আম্পায়ার আগের সিদ্ধান্তেই অটল থাকেন। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র দুটি সিরিজই খেলা হয়েছে। সেই দুই টেস্ট সিরিজে মাত্র চারটি টেস্টেই থামতে হয়েছে বাংলাদেশকে। তবে ১১ বছর আগের সেই অজিদের ঠিকই কাঁপিয়ে দিয়েছিলো বাংলাদেশ। আর এবারের চিত্রটা আরও ভিন্ন। ফলে লড়াইটা হাড্ডাহাড্ডিই হওয়ার
বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ 🙂 পেজে লাইক দিয়ে এক্টিভ থাকুন
Posted by কাতুকুতু – katukutu on Saturday, August 26, 2017