January 24, 2025
ডেস্ক রিপোর্ট : নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে সরকারকে আরো দুই সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ।
রোববার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৬ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এরআগে গেজেট প্রকাশে চার সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এসময় প্রধান বিচারপতি, শৃঙ্খলাবিধি নিয়ে মতবিরোধ নিরসনে আবারো আলোচনায় বসার আহ্বান জানান। গত রোববার শৃঙ্খলাবিধি নিয়ে আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়েছিলেন আপিল বিভাগ। আইনমন্ত্রী আনিসুল হকের অসুস্থতার জন্য বৈঠকটি হয়নি। সময়টিভি অনলাইন