February 11, 2025
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্সেলোনা এবং স্পেনের অন্যান্য শহরে সন্ত্রাসী হামলায় নিরীহ ১৩ ব্যক্তি নিহত এবং আরো অনেককে আহত করার তীব্র নিন্দা জানিয়েছেন।
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের কাছে গতকাল পাঠানো এক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘বার্সেলোনা এবং স্পেনের অন্যান্য শহরে সন্ত্রাসী হামলায় নিরীহ ১৩ জন লোক নিহত এবং আরো অনেককে আহত করার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত।’
প্রধানমন্ত্রী বলেন, কাপুরুষোচিত এই ভয়াবহ হামলায় বাংলাদেশের জনগণ ও সরকার স্পেনের জনগণ এবং সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং এর নিন্দা জানাচ্ছেন।
তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো জাত নেই, ধর্ম বা বর্ণ নির্বিশেষে কোন সভ্য সমাজে তাদের স্থান নেই। আমরা সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থীদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধের সঙ্গে আছি।
প্রধানমন্ত্রী বলেন, যারা তাদের প্রিয়জনদের হারিয়েছে এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা শোকাহত পরিবারগুলোর প্রতি এবং স্পেনের জনগণের প্রতি আমি আমাদের গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করছি। বাসস