পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাম্বল-কে কিনতে চেয়েছিল ম্যাচ গ্রুপ

Posted on August 24, 2017 | in তথ্যপ্রযুক্তি | by

তথ্যপ্রযুক্তি ডেস্ক : অনলাইন ডেটিং অ্যাপ বাম্বল-কে কেনার প্রস্তাব দিয়েছে ম্যাচ গ্রুপ, তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাম্বল।

ম্যাচ গ্রুপ অনলাইন ডেটিং সাইট টিন্ডার, ওকেকিউপিড আর ম্যাচ ডটকম-এর মালিক প্রতিষ্ঠান। বাম্বল ডেটিং সাইট হলেও এর বিশেষত্ব হচ্ছে এক্ষেত্রে নারীদের আগে আলাপ শুরু করতে হয়, তবে যদি দুই পক্ষ একই লিঙ্গের হয় তবে যে কেউই শুরু করতে পারেন।

মার্কিন সাময়িকী ফোর্বস-এর এক প্রতিবেদনে বলা হচ্ছে, ম্যাচ এ খবর প্রকাশের দুই মাস আগে তিন বছর বয়সী স্টার্টআপ বাম্বল-কে কিনতে ৪৫ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিল। বাম্বল ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

ডেটিং অ্যাপ টিন্ডার-এর সহ-প্রতিষ্ঠাতা হুইটনি ওলফ বাম্বল প্রতিষ্ঠা করেছিলেন। ২০১২ সালে টিন্ডার ছেড়ে দিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেন তিনি। পরবর্তীতে আদালতের বাইরে এ মামলার মীমাংসা হয়, বলা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।

ওলফ ডেটিং ওয়েবসাইট বাদু’র সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ড্রে অ্যান্ড্রিভ-এর সঙ্গে মিলে বাম্বল প্রতিষ্ঠা করেছিলেন। বাদু, বাম্বলের অধিকাংশ শেয়ারের মালিক।

এ নিয়ে বাদু কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেছে। বিডিনিউজ২৪

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud