January 24, 2025
ডেস্ক রিপোর্ট : রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যার্ত এলাকায় জানমালের ক্ষতি যাতে কম হয় সেদিকে লক্ষ রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে উদ্যোগ নিচ্ছে সরকার। বন্যার্তদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেটের আতিয়া ভিলায় জঙ্গিবিরোধী অভিযানে নিহতদের স্বজনদের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজি উপস্থিত ছিলেন। চেক প্রদান অনুষ্ঠানে বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধি ত্রাণ তহবিলের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আবার যাতে কৃষকরা চাষাবাস শুরু করতে পারে সে বিষয়েও উদ্যোগ নেয়া হচ্ছে। সময়টিভিঅনলাইন