পাহাড় ধসের ঘটনায় সাকিব-মাশরাফির শোক
Posted on June 15, 2017 | in খেলাধুলা | by hossain
গত কয়েক দিনের টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামে ও কক্সবাজারে পাহাড় ধসে কমপক্ষে ১৪৬ জন নিহত হয়েছেন। এমন মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা।
মাশরাফি লিখেছেন, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসতবাড়ির কারণে প্রায় প্রতি বছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমি ধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি। উদ্ধার কাজ করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন সবাই দিতে পারে না, কিন্তু আপনারা পেরেছেন।’
অন্যদিকে সাকিব লিখেছেন, ‘পাহাড় ধসের ঘটনায় আমি শোকাহত। মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাগফেরাত এবং পরিবার-পরিজনের মানসিক শক্তি কামনা করছি। ধন্যবাদ সবাইকে যারা উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেছেন।’