পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নারকেল তেল: দূর হবে চুলের রুক্ষতা

Posted on August 19, 2017 | in লাইফস্টাইল | by

লাইফস্টাইল ডেস্ক : চুল ভেঙে যাওয়া, খুশকি, চুল পড়ার পাশাপাশি চুলের রুক্ষতা দূর করতে অনবদ্য নারকেল তেল। সপ্তাহে অন্তত একবার নারকেল তেল চুলে ব্যবহার করলে চুলের শুষ্কতা দূর হবে।

নারকেল তেল

হট অয়েল ট্রিটমেন্ট

একটি পাত্রে পরিমাণ মতো নারকেল তেল নিন।
কুসুম গরম করে ঘষে ঘষে লাগান চুলের গোড়া থেকে আগা পর্যন্ত।
শাওয়ার ক্যাপ পরে নিন মাথায়।
সারারাত এভাবেই থাকুন।
পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
সপ্তাহে দুইবার এভাবে ব্যবহার করুন নারকেল তেল।

হেয়ার মাস্ক

একটি পাত্রে নারকেল তেল নিন।
সমপরিমাণ ক্যাস্টর অয়েল মেশান।
মাথার তালুতে ও চুলে ম্যাসাজ করুন তেলের মিশ্রণ।
তোয়ালে গরম পানিতে ডুবিয়ে নিংড়ে নিন।
গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন।
২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

চুলে নারকেল তেল কেন ব্যবহার করবেন?

শুষ্ক ও রুক্ষ চুলের যত্নে নারকেল তেলের কোনও বিকল্প নেই।
মাথার ত্বকের জীবাণু দূর করে নারকেল তেলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান।
চুলের আগা ফাটা রোধ করে।
প্রাকৃতিকভাবে চুলে ময়েশ্চার ফিরিয়ে আনে নারকেল তেল।
খুশকি দূর করতে পারে গরম নারকেল তেল।
নিয়মিত ব্যবহারে চুলে ফিরে আসে উজ্জ্বলতা।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud