September 17, 2024
নিজস্ব প্রতিবেদক : নওগাঁর মান্দায় বাঁশবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪ জন। সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজী গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে নওগাঁ থেকে বাঁশ বোঝাই একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিলো। এটি হাজী গোবিন্দপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ট্রাকের ওপরে থাকা ৫ শ্রমিক নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরো একজনের মৃত্যু হয়।
আহত ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত শ্রমিকদের বাড়ি নওগাঁ সদর উপজেলায় বলে জানিয়েছে, হাইওয়ে পুলিশ।