April 27, 2025
নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মোজাব্বিকে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ এক বাংলাশেী যুবক নিহত হয়েছেন। তার নাম জয়নাল আবেদীন বাদশা। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান এলাকার কবির আহমদ সওদাগরের কনিষ্ঠ পুত্র। নিহতের বিষয়টি আফ্রিকার মোজাম্বিকে অবস্থারত সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইসলামের পুত্র সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।সাইফুল জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ও বাংলাদেশ সময় রাত ৩টার সময় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মোজাম্বিকের আলতারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে বাদশার মৃত্যুর খবর নিজ গ্রামে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।বাদশা কয়েক বছর ধরেই আফ্রিকার মোজাম্বিকে অবস্থান করছিল। তিনি গত কোরবানির ঈদের সময় বাড়িতে ছুটি কাটিয়ে প্রায় আড়াই মাস আগে আফ্রিকায় চলে যায়।দেশে অবস্থানরত বাদশার বড় ভাই মোহাম্মদ ইউনুছ জানান, সেখানে (মোজাম্বিকে) তার বোনের স্বামীও রয়েছে। দ্রুত বাদশার লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।