February 11, 2025
স্পোর্টস ডেস্ক : ঈদের আগাম ট্রেনের টিকিট সংগ্রহের দ্বিতীয় দিনেও কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়। আজ শনিবার সকাল ৮টা থেকে ২৮ আগস্টের অগ্রিম টিকিট কমলাপুর স্টেশনের ২৩টি কাউন্টারে বিক্রি শুরু হয়। এটি চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে ৭টার দিকেই কাউন্টার ঘিরে প্রতিটি সারি রাস্তায় পর্যন্ত পৌঁছায়। সংকুলান না হওয়ায় পরে সাপের মতো আঁকা-বাঁকা হয়ে দাঁড়ায় টিকিট প্রত্যাশীরা।
রাতভর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় জমান যাত্রীরা। এদিকে সকাল হতে না হতেই রেলস্টেশনে টিকিটের-প্রত্যাশীয় লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও কিশোর। এসময় টিকিট কালবাজারি বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবিও জানান যাত্রীরা।
জানা যায়, ক্রমান্বয়ে ১৯, ২০, ২১, ২২ আগস্ট যাত্রীরা যথাক্রমে ২৮, ২৯, ৩০, ৩১ আগস্টের টিকিট কাটতে পারবেন। ২৫ আগস্ট ৩ সেপ্টেম্বরের ফিরতি টিকিট বিক্রি করা হবে। ক্রমান্বয়ে ২৬, ২৭, ২৮, ২৯ আগস্ট যাত্রীরা যথাক্রমে ৪, ৫, ৬, ৭ সেপ্টেম্বরের ফিরতি টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।
জনকন্ঠ