June 2, 2023
ট্রেইলার ফাঁসের দিন তিনেক পর অফিসিয়ালি টিজার রিলিজ পেল ‘রংবাজ’ সিনেমার। ১ মিনিট ৫৮ সেকেন্ড ব্যাপ্তির টিজারে দেখা গেল ভিন্ন এক শাকিবকে।
বাহুজুড়ে আঁকা ট্যাটু, স্টাইলিস্ট চুল আর গলায় একগোছা মালা নিয়ে হাজির হলেন চিত্রনায়ক শাকিব খান। পুরো টিজার ছিল শাকিবময়। টিজার দেখে সহজেই অনুমেয়, পর্দায় রংবাজি করতেই আসছেন তিনি। বেশিরভাগ সময়ই অ্যাকশন মুডে থাকলেও মাঝে দু’একবার রোমান্টিক মুডেও দেখা দিলেন টিজারে।
টিজারটি মুক্তির পরপরই আলোচনা চলছে ইউটিউবে। আনলিমিটেড অডিও ভিডিওর ইউটিউব চ্যানেলে টিজারটি মুক্তির ঘণ্টাখানেকের মাথায় ১০ হাজার পেরিয়েছে ভিউ সংখ্যা। কমেন্ট বক্সেও দর্শকরা সাধুবাদ জানাচ্ছেন শাকিবকে। মাঝে মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন অনেকে। শাকিবের কাছ থেকে আরো ভালো কিছু প্রত্যাশা করেছিলেন অনেকে।
ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা আজ নতুন নয়। শুটিং শুরুর পর থেকেই তা চলছে। চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ট্রেইলার ছাড়ার আগেই পাইরেসির কবলে পড়েছিল ছবিটির ট্রেইলার। ইউটিউব ও ফেইসবুকে ‘রংবাজ’-এর ট্রেইলার কে বা কারা ছেড়ে দিয়েছিল! যার হদিস এখনো পায়নি ছবির পরিচালক আবদুল মান্নান। এর পর বেশ তোপের মুখেই পড়েছিলেন ছবির কলাকুশলীরা।
ছবিটি শুরু করেছিলেন তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি। কিন্তু পরিচালক সমিতি ছবি নির্মাণের মাঝখানেই তাঁকে নিষিদ্ধ করলে ছবিটির দায়িত্ব পান আবদুল মান্নান।
রূপরঙ এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিতে শাকিব-বুবলি ছাড়াও আছেন অমিত হাসান।