September 17, 2024
ডেস্ক রিপোর্ট : জঙ্গী অর্থায়ানের অভিযোগে প্রায় দুই কোটি টাকাসহ মোস্তাক খাঁ (২৬) হবিগঞ্জে গ্রেফতার করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মোল্যা নজরুল ইসলাম বলেন, তদন্ত করতে গিয়ে দেখা যায়, মোস্তাক খাঁর বিরুদ্ধে আগেই মানি লন্ডারিং আইনে কয়েকটি মামলা রয়েছে। তিনি তুরস্কে অবস্থান করে জঙ্গিদের কাছে অর্থের হাত বদল ঘটিয়েছে। বাংলাদেশ থেকেও তিনি অর্থ জঙ্গীদের হাতে পৌঁছিয়েছেন। সোমবার গভীর রাতে হবিগঞ্জ সদর থানাধীন তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই সময় তার কাছ থেকে দুই কোটি টাকা উদ্ধার করা হয়। এই দুই কোটি টাকা তিনি জঙ্গী অর্থায়নে কাজে লাগাতেন।