পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘ওবামাকেয়ার’ বাতিল করায় ট্রাম্পের নিন্দায় বারাক ওবামা

Posted on June 23, 2017 | in আন্তর্জাতিক | by

আমেরিকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০১০ সালে ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ নামে বিলটিতে প্রথম স্বাক্ষর করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবা। বিলটি ‘ওবামাকেয়ার; নামেই অধিক পরিচিত।

স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটররা প্রকাশ করলেন বিলটির ১৪২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ কপি, নতুন স্বাস্থ্যসেবা নীতি। প্রায় গোপনে দরজা বন্ধ করেই বিলটি তৈরি করা হয়। এটাকে অনেক জীবন মৃত্যুর লড়াইয়ের মতোই দেখা হচ্ছে। আদতেই এর সঙ্গে রয়েছে কোটি কোটি মার্কিন গরীব নাগরিকের জীবন মৃত্যুর লড়াই।

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় থেকেই ঘোষাণা দিয়ে আসছিলেন তিনি প্রেসিডেন্ট হতে পারলে ওবামাকেয়ার বাতিল করে দেবেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই এক নির্বাহী আদেশে ওবামাকেয়ার বাতিলের প্রস্তাবে স্বাক্ষর করেন। পরে তা সিনেটে অনুমোদনও পায়। ২১৭-২১৩ ব্যবধানে এ বিল পাস হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম আইনি বিজয় ওবামার করা এই বিলটি।
বিলটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বলেন, নতুন এই স্বাস্থ্যসেবা বিল লাখ লাখ মার্কিন নাগরিককে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবে।

বারাক ওবামা ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, এই উদ্যোগটি আপনার অনেক ক্ষতি করবে। কারণ, আমরা সবাই এর বিপক্ষে অবস্থান করছি। যে অসংখ্য ভোক্তভোগী মানুষের স্মরণে করা হয়েছে তার থেকে আমরা কোনোমনেই পিছিয়ে আসতে পারি না। আমাদের জাতি বিভক্ত হয়ে গেছে এবং এই বিভক্তি আরো বাড়বে। দ্য হিল ও সিএনএন

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud