পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এ সময়ের মুনিয়া

Posted on June 16, 2014 | in বিনোদন | by

0_Mon16062014001559_muniya 16মুনিয়া,পুরো নাম নাজমুস শাহাদাত মুনিয়া,এ সময়ের নতুন প্রজন্মের মডেল-অভিনেত্রীদের মধ্যে আলোচিত একটি নাম। মুনিয়ার মিডিয়া ক্যারিয়ার শুরু মূলত ২০১২ সালে। যদিও শুরুতে খুব একটা জ্বলে উঠতে পারেননি তিনি। পরবর্তীতে তন্ময় তানসেন ও রিপন নবীর ডেইলি সোপ অগ্নিপথ দিয়ে পরিচিতির আলোয় আসেন মুনিয়া। এ নাটকে রাইসা চরিত্রটি তাকে অন্যরকম পরিচিতি পাইয়ে দেয়। এরপর কাজ করেছেন অনেক নাটকে। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কয়েকটি নাটকের কাজ। বিবিসির নতুন ধারাবাহিক উজান গাঙ্গের নাইয়া নাটকেও কাজ করেছেন তিনি। এটি যৌথভাবে পরিচালনা করেছেন জর্জিশ বাশার ও গিয়াসউদ্দিন সেলিম। এ নাটকে নাট্যাভিনেতা ফজলুর রহমান বাবুর শ্যালিকা চরিত্রে অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে মুনিয়া বললেন,’উজান গাঙ্গের নাইয়া দর্শককে মুগ্ধ করবে এটা নিশ্চিত বলতে পারি। কারণ গল্প থেকে শুরু করে এর নির্মাণশৈলী সবকিছুই হচ্ছে অসাধারণ। আমার চরিত্রটি নিয়েও আমি দারুণ আশাবাদী।’ মুনিয়া অভিনীত প্রথম একক নাটক ছিল ইমরাউল রাফাত পরিচালিত চুম্বক। তার অভিনীত মাহফুজ আহমেদের পরিচালনায় ধারাবাহিক নাটক আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এবং শাহাদাত হোসেন সুজনের পরিচালনায় ডেইলি সোপ শোধ নিয়মিত প্রচারিত হচ্ছে। শুধু নাটকেই নয়, বিজ্ঞাপনেও সমানতালে কাজ করছেন মুনিয়া। এরই মধ্যে মুনিয়ার করা বেশ কিছু বিজ্ঞাপন নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud