April 27, 2025
ডেস্ক রিপোর্ট : বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান খুলনায় ২০০ এতিম শিশুর সঙ্গে ইফতার করেছেন। বৃহস্পতিবার খুলনা মহানগরের সিটি ইনে ব্যতিক্রমধর্মী এই ইফতার মাহফিলের আয়োজন করে বেসরকারি মুঠোফোন অপারেটর বাংলালিংক। সাকিব আল হাসান বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
ইফতারের আগে সাকিব আল হাসান এতিম শিশুদের সঙ্গে হাত মেলান এবং টেবিলে গিয়ে তাদের সঙ্গে কুশলবিনিময় করেন। সাকিব আল হাসানকে পেয়ে শিশুদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা যায়।
ইফতার আয়োজন সম্পর্কে সাকিব আল হাসান বলেন, বাংলালিংকের এ রকম ব্যতিক্রমধর্মী ইফতার আয়োজনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরে তিনি সত্যিই খুব আনন্দিত।
এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের আঞ্চলিক পরিচালক এফ এম শাহরিয়ার ওমর প্রিন্স, বাংলালিংকের খুলনা অঞ্চলের প্রধান মো. নাইমুল হাসান প্রমুখ।
সূত্র : এনটিভি।