পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

Posted on June 11, 2017 | in ইসলাম | by

শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ অথবা ২৭ জুন পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে বায়তুল মোকাররমে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী মওলনা অধ্যক্ষ মতিউর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় ধর্মমন্ত্রণালয়ের সচিব এমএ জলিল উপস্থিত ছিলেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘ঈদের জামাতে রাষ্ট্রপতিসহ মন্ত্রীরা অংশগ্রহণ করবেন। এছাড়া বাংলাদেশে অবস্থানরত কূটনীতিবীদদের এ জামাতে অংশ নিতে ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘ঈদের জামাতের সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং  ঈদের নামাজের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ঢাকা দিক্ষণ সিটি করপোরেশন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘ঈদের দিনের নিরাপত্তা বিধানে ঈদের জামাতসহ দেশের সব জায়গায়  কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud