April 27, 2025
ঢাকা: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে থেকে ৩৩৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইটে রোববার ভোররাতে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন।
দেশে ফেরা এই বাংলাদেশিদের ভারতের সহায়তায় উদ্ধার করা হয়। রোববার তারা ভারতের কেরালা থেকে ঢাকায় এলেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ইয়েমেনে আটকে পড়া অন্য বাংলাদেশিদেরও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
এর আগে ইয়েমেন থেকে বেশ কিছু বাংলাদেশি দেশে ফেরেন।”