January 24, 2025
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাঙালির স্বাধিকার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুকে সঠিক পরামর্শ দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
মঙ্গলবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগের সংকটময় মুহূর্তে বঙ্গমাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
এ সময় তিনি বলেন, ‘বাঙালী জাতিকে একটি আত্মপরিচয়ের সুযোগ দেয়া এই চিন্তা চেতনা থেকেই কিন্তু জাতির পিতা সংগ্রাম করেছেন। আর এই সংগ্রামের পেছনে সব সময় থাকতেন আমার মা। আমার বাবা বার বার কারাগারে গিয়েছেন। ঠিক সেসময় আমার মা একবার সংগঠন এক বার সংসার আবার আত্মীয়-স্বজন সামলেছেন।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘প্রত্যেকটা ক্ষেত্রে আমার মা জানতেন আব্বা কি চায় আমার মনে হয় আর কেউ না জানলেও আমার মা জানতেন। আমার মায়ের মত একজন সঙ্গী বাবা পেয়েছিলেন বলেই কিন্তু আমার বাবা তাঁর সংগ্রাম চালিয়ে যেতে পেরেছিলেন। আমার মা কোনোদিন পশ্চিম পাকিস্তানে যায়নি।’