June 2, 2023
বিনোদন ডেস্ক : ব্রিটিশ তারকা ড্যানিয়েল ক্রেগ অবশেষে ঘোষণা করলেন, জেমস বন্ড হিসেবে আবার ফিরছেন। বন্ড সিরিজের ২৫তম ছবিতে তাকে আবার দেখা যাবে এই চরিত্রে। তবে এটাই হতে যাচ্ছে জনপ্রিয় এই গোয়েন্দার ভূমিকায় তার শেষ উপস্থিতি।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে আমেরিকান টিভি শোতে এ তথ্য জানান ক্রেগ। ওই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় পঞ্চমবারের মতো জেমস বন্ডে চরিত্রে অভিনয় করবেন কিনা। উত্তরে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি অনিচ্ছুক ছিলাম। সব সাক্ষাৎকারেই মানুষ আমাকে এই প্রশ্ন করেছে। কিন্তু আমার মনে হয়েছে, আপনার কাছেই সত্যিটা বলা দরকার।’
এরপর কোলবার্ট প্রশ্ন করেন, ‘তাহলে কি আমরা সুখবর দিতে পারছি, ড্যানিয়েল ক্রেগ জেমস বন্ড হিসেবে ফিরছেন? উত্তরে ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘হ্যাঁ।’ তবে এরপরই তিনি আভাস দেন, এটাই হতে যাচ্ছে বিখ্যাত গুপ্তচর হিসেবে তার শেষ কাজ।
এর আগে ‘ক্যাসিনো রয়েল’ (২০০৬), ‘কোয়ান্টাম অব সোলেস’ (২০০৮), ‘স্কাইফল’ (২০১২) ও ‘স্পেক্টর’ (২০১৫) ছবিতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন ক্রেগ।